krishnendu_roy_kobita

কৃষ্ণেন্দু রায়-এর কবিতা

১. সমুদ্রকালীন সময় এই যে আমরা শুয়ে আছি, তার মাঝে পড়ে আছে গোটা রাতআর কিছু তারারা স্থির এদিক, ওদিকমেঠো ইঁদুরেরা পার হয়ে যায় আলপথ।কোনো গ্রীষ্মের দিনে ঘাসফুলে ভিড় করে আসে জলফড়িঙের দল,ফেরিওয়ালা ডাক রেখে চলে যায় অনির্দিষ্ট দূর,শুধু আমাদের মধ্যে গল্পের জন্ম হয়না কোনো।উঠোনময় নিমপাতাদের চলাচল;মেঘের কিনারে জমে থাকে নাটকের আরও পড়ুন…