অণুগল্প
দু’দিনের প্রেম
আমরা আপাতদৃষ্টি নিয়ে বলবো এদের প্রেম ছিল কাল্পনিক। না, এর পেছনে গূঢ় রহস্য কিছু আছে কি না তা নিয়ে আমরা ভাবিত না মোটেও। তারা একাকিত্ব ঘুচাতেই এই প্রেম- আপনারা প্রেম নাও বলতে পারেন–কথা চালাচালি করল তা নিয়েও চিন্তিত হব না। কি দরকার অন্যের কাহিনী নিয়ে মাথা ঘামানোর। আগে কাহিনী বলে আরও পড়ুন…