এই আমি সাঁঝবাতি

শোভন মণ্ডল on

ei_ami_sanjh_bati

সন্ধে হলে একফালি হাওয়ার মতো তুমি আসো তরুণদা
আমি তখন বিনুনি বেঁধে রাঙা পলাশ
রোলকলের মতো ডেকে যায় সাঁঝের পাখি
তুমি আগুন জ্বালাও পড়ার টেবিলে,
পলাশির আমবাগান থেকে ঢুকে যাও কোষের অন্দরে
সুদ কষতে কষতে নেমে আসো প্রেইরির জঙ্গলে
উদাস আমি তাকিয়ে থাকি তোমার ঠোঁটের দিকে
ছুঁড়ে দি এক তোড়া নীরব ইশারা,

বাবা যেদিন রাত করে বাড়ি ফেরে
উপোসের পর মা মন্দিরে পুজো দিতে যায়
জ্যোৎস্না নেমে আসে আমাদের ঘরে

সেদিন আমরা দুজনেই অঙ্কে ভুল করি


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শোভন মণ্ডল

জন্ম- ২৫.১০.১৯৮০ শিক্ষাগত যোগ্যতা - বি এস সি ( কেমিস্ট্রি) পেশা- সরকারী কর্মচারী বাসস্থান - গড়িয়া, কলকাতা প্রকাশিত কবিতা- দেশ, সানন্দা, কবিসম্মেলন, কবিতা পাক্ষিক, অনুষ্টুপ, অদ্বিতীয়া, গৃহশোভা, ক্লেদজকুসুম, একুশশতক, একদিন, বসুমতী, কৃত্তিবাস, কথাসাহিত্য, যুগশঙখ প্রভৃতি পত্রিকা বই- ২টি (চুম্বনে অচেনা ভাস্কর্য ও দরজার ওপারে...) সম্মান- আত্মদ্রোহ সাহিত্যকৃতি সম্মান কবিতা লেখার কারণ :- ছোটবেলায় বাবার কবিতা লেখার ডায়েরি খুঁজে পেয়ে প্রথম কবিতা লেখার ইচ্ছে জাগে। তারপর এক আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার জয় গোস্বামীর ‘ পাগলী, তোমার সঙ্গে' কবিকে দারুণ ভাবে প্রভাবিত করেছিল। সেই শুরু কবিতা লেখা। সেটা ছিল স্কুল জীবন। লেখা হতো শুধু কবির নিজের জন্য। কলেজ লাইফে এসে পাঠাতে থাকেন বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকাশিতও হতে থাকে। এখনও পর্যন্ত প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। কবিতা ছাড়াও অণুগল্পে আগ্রহ রয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।