যাদুবালিশ

অভিষেক নন্দী on

jadubalish

আমার বাড়ির পেছন দিকটায়
কয়েক কোদাল মাটি খোঁড়ো;
একটা ছাই রঙের বালিশ উঠে আসবে;
আমার স্ত্রী ওটা মাথায় দিয়ে শুতো…

প্রতিদিন দোকান যাতায়াতের পথে দেখি–
তুমি তোমার বাচ্চাটার সাথে দুঃখ দুঃখ খেলছো;
তলায় একটা ফুটপাতের চাদর…
মাথার ওপরে জং ধরা গাছ…

আজ চার-ছয়-আট-দশদিন
তোমরা মা-ছেলে ভুখা পেটে সহ্য করে যাচ্ছো-
কুকুরগুলোর ভ্যাংচানো মুখ…

তুমি আমার বাড়িতে এসে বালিশটা নিয়ে যাও শিগগিরি;
নরম বালিশটায় ছেলেটাকে ঘুম পাড়াও
দেখবে, ঘুমোলে ওর খিদে পাবে না…

আমার রাষ্ট্র যেদিন তোমাদের জন্য খাবার বরাদ্দ করবে-
সেদিন তোমার বাচ্চাটার ঘুম ভাঙিয়ে
ওর নাকে-মুখে দুটো গুঁজে দিও…


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অভিষেক নন্দী

জন্মতারিখ: ২১.১০.৯৫। বাসস্থান: বাদকুল্লা, নদিয়া। শিক্ষা: স্নাতক।অন্য পত্রিকায় লেখা: তবুও প্রয়াস, কৃত্তিবাস, অপদার্থের আদ্যক্ষর, জলটুঙ্গি, ভাষাপথ, বাক্ প্রভৃতি। লেখা ছাড়া সিনেমা দেখতে, গান শুনতে ও পান(Pun) লিখতে আগ্রহী। কবিতা লিখতেই ভালোবাসেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।