দুইটি কবিতা

কাকলি মান্না on

duiti_kobita_kakali_manna

নেমপ্লেটে ঈশ্বর

অসুখের কোন নিদিষ্ট  ঈশ্বর নেই
অনুমান  ছবি তৈরী করছে
চুরি হয়ে  গেছে  পরিচিত নামাবলি
স্যানিটাইজারের জলে ভিজছে  রুক্ষতা

পরিযায়ীর ডানায় ভর করে
মানবিকতায় জড়িয়ে ধরে আগামী
নালা বেয়ে  যায় শব্দের তর্ক
সহযোগী হয়ে উঠেছে প্রতিবেশী রঙ

তুমি বলছ এখনই দরকার কিছু পরিচ্ছন্ন স্নান

গন্তব্য  এক রাস্তার ছদ্মনাম
ঈশ্বর তার নেমপ্লেট


প্রিয় দৃশ্য আর এক স্বপ্নের মহড়া

লোভাতুর দীর্ঘ  ঘুমে প্রিয় লজ্জাবতী ফেলে এস পাথুরে সীমানায়
প্রিয় ঋতুর ভেতর মিলিয়ে নিচ্ছ কাঠামো শরীর
ঢাকা  স্তনে উত্তাপের স্তর
চুলে খেলে যায় রূপালী জলের ডানা
জঙ্গলের হারানো পথে বুক পেতে শুয়ে  থাকা  সাঁকো দেখেছে এ মিলন
ভাঙা চাঁদ ঝরা  পাতার স্তূপ আর এক না ফুরানো  স্বপ্ন এগিয়ে  যায়  অজানা  অলৌকিক রাতের দিকে
…কামনা বিশ্বাসের স্থির হয়ে আসা মহড়া


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


কাকলি মান্না

পেশায় শিক্ষিকা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে থাকেন। কবিতা পড়তে ও লিখতে ভালোবাসেন ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।