প্রেম

অনুপম ভট্টাচার্য on

ফানুশ কতদূরে যাবে হাওয়ারা জানে,
ছাদের ওপর দাঁড়িয়ে থাকা ছেলেটি জানে না।

তাকিয়ে থাকে সে আকাশের দিকে,
যতদূর দেখা যায়

একসময় ঝাপসা হয়ে আসে সব

অন্ধকার রাতের আকাশে
হারিয়ে যায় একসময়
কেঁপে কেঁপে উড়ে যাওয়া
একরত্তি ফানুশ

প্রেমিকার ঠোঁট মনে পড়ে যায় ছেলেটির..

এরপর বহুদিন দেখা হবে না আমাদের।

এ’শহর ছেড়ে চলে যাচ্ছি দূরে,
যেভাবে আরও অনেকেই চলে যায়

দূরে চলে গেলে কী থাকে পড়ে?
যা কিছু থাকে
সঙ্গে নিয়ে যাওয়া যায় না তাদের?

জানি না।

কেবল জানি,
বহুদূর অচেনা এক শহরের জানলায় বসে
তোমাকে দেখা যাবে না আর

কেবল জানি,
নতুন এই শহরের শেষ বাস
তোমার ঠিকানা জানে না আজও

কেবল জানি –
হাজার মাইল দূরে
দুই শহরের দুই জানলায় বসে,
নীরবতা’কে ছুঁয়ে থেকে
আমরা ভাববো –

পরস্পরকে ছুঁয়ে থাকতে পারছি এখনও..


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।