প্রলাপ

জারা সোমা on

তাপ বাড়তেই থার্মোমিটারে
জমা হয় প্রলাপ
বন্ধ চোখে খুঁজতে থাকি
অবাধ্য আঙুলের আধিপত্য
ক্রমশঃ জমাট বাধে সন্ধ্যা

শহরে হেমন্ত না এলেও
আমি ঠিক বুঝতে পারি
শিরশিরে হাওয়া জুড়ে
অকৃত্রিম মাদতকা
গ্রাস করে মেয়েজন্ম

বুকের জীবাশ্মে জেগে ওঠে
কালরাত্রি , আঁকড়ে ধরি
বেহুলা বাসর ,বেজে ওঠে শাঁখ
মনে মনে বলি

আবার জ্বর আসুক
তাপঝড়ে প্রলাপ বকব……….


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


জারা সোমা

শব্দসাধিকা এবং সংসারী।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।