‘নিঃসঙ্গতা’ শীর্ষনাম যার

হিল্লোল ভট্টাচার্য on

আমাদের বিকেলের রোদ
জুনিপার গাছের সারিতে
আত্মপ্রতিকৃতি এঁকে যায়
‘নিঃসঙ্গতা’ শীর্ষনাম যার।

‘ফল’ শেষ হয়ে এলে
ম্যাপলের পাতা ছিঁড়ে শীতের প্রতীক্ষা নেমে আসে।
পর্ণমোচী বুকের কুসুমে
ঠিকানা লুকিয়ে রাখা আছে ;
চোরাগলি বেয়ে তুমি দেখে এস
এপিটাফে ‘বিষন্নতা’ লেখা।

অস্ট্রেলীয় শিরাজের গ্লাসে
কালো আঙুরের কোহলসন্ধান
আমাদের হাত ছুঁয়ে থাকে, আঙুলের আলতো ঠোকাঠুকি।
তোমার দু চোখে মহার্ঘ মিথ্যে রূপটান
তুমি যাকে ‘মদিরতা’ বলে ভুল কর।

আর, দীর্ঘ ধূসরতা জুড়ে হাঁটতে হাঁটতে
আমি দেখেছি, যে অসমীকরণের নাম জীবন
যে সম্পর্কগুলো আদতে নৈকতলীয়
আমাদের সেইসব প্রতিপাদ্যের নিচে
তুমি ‘ক্রমশঃ’ লিখে রেখে গেছ।।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


হিল্লোল ভট্টাচার্য

জম্ম ২৪শে ডিসেম্ব, ১৯৮০ মুর্শিদাবাদের বহরমপুরে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক, বর্তমানে ডেনভার, আমেরিকায় প্রজেক্ট ম্যানেজারের পদে কর্মরত। সব ধরণের লেখা লিখলেও রহস্য-রোমাঞ্চ বা থ্রিলারধর্মী লিখতে বেশি পছন্দ করেন। অপদার্থের আদ্যক্ষর, অনুরণন, কল্পবিশ্ব, তিলোত্তমা, গল্পের সময়, আবেক্ষণ পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। এবছর বইমেলায় প্রকাশিত প্রথম রহস্যোপন্যাস "অফ্রিয়াজার অভিশাপ"।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।