লোনন

ব্রতী মুখোপাধ্যায় on

পাইলটরা ছাঁটাই হল সবার আগে। তারপরে মিসাইল লঞ্চাররা। হবেই বা না কেন? মিসাইল থেকে মেজার্স, বিমান থেকে বোমা, সবকিছুই সবচেয়ে আধুনিক। বাজেট কি? বিলিয়ন ট্রিলিয়নের বাজেট। তা মঁসিয়েরা টারগেটে হিট না করে স্রেফ সমুদ্রেই বোম ফেলছে?  

এক্ষুনি সমস্ত খনিগুলো— তেলের খনি, কয়লার খনি, তামা লোহা সোনার খনি— কবজায় আনতে না পারলে চলবে না।  

পাইলটরা বলছে, স্কেপগোট করা হচ্ছে তাদের। বিনা দোষে। কিছু একটা ঘটছে। সবচেয়ে অ্যাডভান্সড টেকনোলজি,  সবচেয়ে অ্যাডভান্সড আর্মামেন্টস। স্কুলে ফেলার ডাইরেকশন ছিল, স্কুলেই ফেললাম। ডাইরেকশন ছিল বলে হাসপাতালেও ফেললাম। কিন্তু বোমাগুলোর ভেতর থেকে, মিসাইল আর রকেটগুলোর ভেতর থেকে অবাককরা সিগন্যাল বের হচ্ছিল।

সমস্ত রণাঙ্গনেই মোটের ওপর একই হাল যখন, পাইলটরা যা বলছে উড়িয়ে দেয়া গেল না। অতএব আর অ্যান্ড ডি। দিন নেই রাত নেই বাঘা বাঘা বিজ্ঞানীরা ২৪x৭ এসি ঘরে মাথা ঘামাতে ঘামাতে ডিটেক্ট করল, ফরেন ইনপুট আছে।

অচিরেই সারা দুনিয়ার অফলাইন অনলাইন সব মিডিয়ার ব্রেকিং নিউজ— অ্যারেস্টেড টু ইয়ং সায়েন্টিস্টস!

গোপন কক্ষে বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ এইরকম ছিল।

— টেল আস হোয়াট ইউ হ্যাভ ডান।
— ফ্রি ওয়েরের মতো সব দেশেই ছড়িয়ে দিয়েছি। লোনন।
— লোনন?
— লোনন। নো অ্যানটি-ডোটস।
— ফাক আপ স্কাউন্ড্রেলস! হোয়াট ইস দ্যাট?
— উইপেন্স অফ ডেস্ট্রাকশন নিজেরাই ডিসাইড করতে পারবে হোয়াট টু ডু, হোয়াট ইস রাইট অ্যান্ড হোয়াট ইস রং।
— ইমপসিবল! লায়ার্স!


— নিরপরাধ মানুষদের বাঁচানোর অন্য উপায় ছিল না।
— হোয়াট দ্য হেল ইউ হ্যাভ ডান?
— সমস্ত মারণাস্ত্রের মধ্যে লোনন ইনপুট করে দিয়েছি।
— ব্লাডি! হোয়াট ইস ইওর লোনন?
— পারটিক্লস। ফোটনের মতো। ভেরি মাইনিউট। ন্যানোর চেয়েও স্মল। লাভ অ্যান্ড নন-ভাওলেন্স এলিমেন্ট।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


ব্রতী মুখোপাধ্যায়

জন্মঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৫০ । শিক্ষা ও বেড়ে ওঠা খড়্গপুরে। খড়্গপুরেই এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। লেখালেখি করতে ভালবাসেন। লেখা ছাড়া ঘোরাফেরা ও গল্প করতে ভালবাসেন। কবিতা, অণুগল্প ও ছোট গল্প লিখতে বেশি পছন্দ করেন। প্রকাশিত বইঃ- কবিতাবইঃ অন্তরীন উচ্চারণ, ক্লান্তিরেখার নীচে, নীল সিন্দুক, রাত্রিপাঠ, খিদে পায়, শিবঠাকুর কাঁদে, দেয়ালদিনের কবিতা, মাটির নিচে জলের বেহালা বাজছে। অণুগল্পবইঃ ভদ্রাসন, অন্ধকারের উপকথা, একদিন বাঘ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।