jonmodin

জন্মদিন

তুমি জানো না একটা কেকের ভেতরে কতকিছু ছিল। ভাঙা চকোলেট সুলভ মুহূর্ত, গুঁড়ো হয়ে আসা আত্মবিশ্বাস আর এক রেকাবি মৃত ভ্রূণ। আজকাল জন্মদিন এলে গোড়ালির ফাটল বাড়ে। ধারালো চামড়ায় জমে থাকে ঠান্ডা কোষ। সুযোগ পেলে বাবু বাবু ভালোবাসা বুলিয়ে দেয় উপজাত জেলি। আঙুলে নিয়ে দেখি নরম সোহাগ, পেলব ক্রিম… তুমি আরও পড়ুন…

chokh_bisoye_du_char_kotha

চোখ বিষয়ে দু-চার কথা

দৃশ্যরা বন্দী হতে চায় সুন্দর চোখেকোমর বরাবর পাতা ঝরে যায়,সুগন্ধী মুঠোভরে দিতে আসে হাওয়া,জলের আলিঙ্গনে কোন লজ্জা থাকে না,এসব দেখলে মায়া হয় –জন্মের পর নয় –মন দিয়ে দেখতে দেখতে ক্লান্ত হলে চোখ ফোটে,চোখে পড়ে যায় এতসব…এরা বন্দী হতে চায়নইলে কিভাবে চোখে পড়ে, বলো।