উপহারে দিও কাপ-প্লেট

সীমা ঘোষ দে ( সাঁঝ ) on

আমি ঘুমাই না । ঘুমাইনি কালিংপঙ। ঘুমাইনি একবিংশ শতাব্দীর বর্ষা। ঘুমাইনি বিচ্ছেদের রজনীগন্ধা। অন্ধকারে শুধু চোখের পাতা ভারি হয়ে আসে, ঘনিয়ে আসে তরল রাত। কিছুতেই দেখতে পাই না বিশ্বচরাচর, এমনকি নিজের ভিতরটাও।চারিদিক গহীন কালো।

সার্চ লাইট ফেলে ফেলে খুঁজি আকাশের পূব দিক। জানি পাখিদের ডানায় ভর করে পাহাড়ের কোলে ওই দিকেই নেমে আসবে,
‘ শুভ প্রত্যূষ ‘

তুমি কার্সিয়াং-এ খাদের ধারে ঝুলন্ত বাংলোয় পায়চারি করছো। হাতে চায়ের কাপ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে কুয়াশার মতো। তোমার ব্যালকনি জুড়ে সাজানো অর্কিড।তোমার প্রিয় ফুল সিম্বিডিয়াম। কোনোটা দেখতে তোমার কবিতার মতো গোলাপি, সাথে গায়ে লাল লাল রক্তের ছিটে। কোনোটার সৌন্দর্য তোমার গানের মতো যেন ফিকে বেনেবৌ। কোনোটা তোমার আভিজাত্যের মতো সুদৃশ্য পাপড়ি মেলা ককটেল চায়ের কাপ‌।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সীমা ঘোষ দে ( সাঁঝ )

সীমা ঘোষ দে,কবিতার জগতে পরিচিত সাঁঝ নামে । জন্ম-১৯৯০ সালে বর্ধমান জেলার মেমারীতে । পড়াশোনা -বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ । বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে। প্রকাশিত কবিতাগ্রন্থ-'যুদ্ধনদী এবং অনন্য'(২০১৭) 'ধানসিঁড়ি' (২০১৯)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।