স্মৃতিচারণ

দযা়ময় পোদ্দার on

চারণিক পাখিরা ক্লান্ত হলে বাসায় ফিরে আসে
রেখে যাওযা় গত জন্মের- ভাষ্যপাঠ | তুলসী তলায়
সন্ধ্যা-প্রদীপ জ্বললে ধুযে় যায় সমস্ত বিষাদ,আর
কুশল প্রস্তাবে চোখে-মুখে জলপ্রপাত
ঝরণা হযে় বযে় যায়- আগত জন্মের দিকে |
জোনাকিরা আলোর সওদা মেলে দেয়-
শীতল পাটিতে , খোকা-খুকিরা পাঠে বসে |
অফুরন্ত ধান্য-স্বপ্নে কলরব নিকটবর্তী হলে-
জীবনের স্বাদ লেগে যায় প্রজাপতি ডানায়

কোন একদিন মানুষেরা পাখি ছিলো !

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দযা়ময় পোদ্দার

জন্ম- ১৫ই এপ্রিল ,১৯৮১ গ্রাম-বেলতা(ধাপাডি়যা়) পোঃঅঃ-বেলতা জেলা-উঃ ২৪ পরগণা শিক্ষা-উচ্চমাধ্যমিক পেশা- নিজস্ব ব্যবসা প্রকাশিত বই- নতুন আলোর পৃথিবী(গল্প) সামার ক্যাম্পের তাঁবু ও কিছু বর্ণ পরিচয়(কবিতা) অন্ধকার যাপন(কবিতা) যৎসামান্য বালুকণা(কবিতা) কাকপাখি এবং ঘন্টাধ্বনি(কবিতা) পুরস্কার-- নৌকো-বকুল সাহিত্য পুরস্কার-২০১৮ লেখালেখি- সীমান্তবাংলা,সাংস্কৃতিক খবর, নৌকো,দৌড়,উনিশ-২০,দেশ,গৃহশোভা,কবিসম্মেলন, কবিমুখ, তথ্যকেন্দ্র পত্রিকা , ইত্যাদি ! শখ- ভ্রমণ,গানশোনা ,

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।