তুমি এখন কাকে নিয়ে লিখছো

সঞ্জয় সোম on

আমাদের বাড়িটা আসলে জানালাহীন একটা যমপুরী

বোন ভাইয়ের কপালে ফোঁটা দিলো
ধর্ষিত হলো ছোট বোন
ছেঁড়া কাপড়ে মাঠের মাঝখানে পড়ে রইলো দিদি

অজ্ঞাত পরিচয় যুবকের গুলিতে প্রাণ হারালো ভাই

আমাদের সময়ের কবি ঘরের এককোণে বসে
যতো ছবি দেখে যতো কথা শোনে
লেখে অনেক কম
ভয়ে থাকে একা একলা কবি

আমি কবির কাণ্ডকারখানা দেখে একা একা হাসি

বোনের ফোঁটার জোরে
যমদুয়ারে কাঁটা পড়লো না পড়লো
তা আমরা জানি না

আমাদের এই বিশাল বাড়ি ঘর

কত নদী পুকুর নয়ানজুলি
কত ধানক্ষেত পাটক্ষেত গমক্ষেত
ধর্ষিত ছোট বোন লাঞ্ছিত দিদি

ভয় পিষে মারছে আমাদের কবিকে
বিপি বাড়ছে, বাড়ছে রক্তে শর্করার মাত্রা

কবি তুমি এখন কাকে নিয়ে লিখেছো কবিতা ?
তুমি শোনাবে না আমাদের নতুন কবিতা??

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

সঞ্জয় সোম

জন্ম: ১০/১০ /১৯৫৪ জন্মস্থান: কোচবিহার জেলা শিক্ষাগত যোগ্যতা;এম.এসসি(ম্যাথ)বি এড কাব্যগ্রন্থ:১৪টি গ্রন্থ:২টি সাংবাদিকতা দিয়ে লেখালেখির শুরু।৫টি দৈনিক কাগজে সাংবাদিকতার অভিজ্ঞতা আছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।