অসময়ের ইতিকথা

নাজমে ফুরকানুল হক on

(১)

আমাদের অবিরাম মেঘের বাগান থেকে
যদি এনে দিই এক রাত্তির ঝি ঝি
দেখবে ঠিক নির্জনতা তার শরম ভেঙেছে
দুর্যোগের রঙ যদি কালো হয়
ভয়ের বেলায় সেটা অন্ধকার নিশ্চয়ই
আলোটুকুর শেষ ছটা পর্যন্ত
অন্ধকারের চুম্বনে কেঁপে ওঠে বুক
ভয় নেমে আসে চোয়ালে
দাঁতে ঠোঁটের কোনায়
ততোক্ষণে হৃদয়ের গহীনে শুরু হয়েছে
পোড়ামাটির নিশিযাপন…

(২)

রাতটা তখনও গভীর হয়নি
নক্ষত্রের উপর বিশ্বাস রেখে
ডুবে যেতে চেয়েছিলাম ইঁদারায়
যুদ্ধ যুদ্ধ কেঁদে কেঁদে থেমে গেছে
শান্তির শীঘ্রপতন…
আকাশ ভিজে যাচ্ছে
ভিজে যাচ্ছে ইলোরার প্রাচীন দেওয়াল
ভয়ের কূটগন্ধে
এই ভয়ের ইতিবৃত্তে লেখা নেই
কোনও লাওয়ারিশ ঘুড়ির
লাট খাওয়া ধুকপুক কিম্বা
মধ্যরাতের কোনও নষ্টচাঁদের অলিখিত পুনশ্চ

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

নাজমে ফুরকানুল হক

জন্ম - মালদহ তারিখ - 9th August ইংরাজিতে M. A., M. Phil . উচ্চতর গবেষণার জন্য লখনউ এ বসবাস। কবিতা, গদ্য লেখার সাথে যুক্ত কবি সম্মেলন, কবিতা পাক্ষিক সহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।