আরো আঘাত সইবে আমার

সঞ্চালিকা আচার্য on

১.


সে এক অভূতপূর্ব দৃশ্য।

যারা ঘুমের মধ্যে মরাল এথিক্স মাটির নীচে পুঁতে দিয়েছিলাম, সেই আমাদের ঘুম ভাঙলো অনেক দূরে।

তখন প্রায় সকলের কপালেই ফাটল দেখা যাচ্ছে, মুখে সরলতা নেই,
আর কাঁধের ওপর কালো আকাশ নিয়ে আমরা উঠে বসলাম।

এরপর থেকে আমাদের অযৌন জীবন কাটাতে হবে।

সব দরজাগুলো খুলে গেছে তখন।
কেউ উঠলো, ওই হেঁটে যাচ্ছে হাতে কমণ্ডলু, একা
ওদের কোনো পিছুটান নেই।

বাকি আমরা, শ্যাওলা রঙের জামা পরে তখনো স্থির বসে, গায়ে জ্বর নিয়ে।

কিছু পরে আমরা সকলেই যেকোনো একটা নামের মধ্যে ঢুকে যাবো।

কিছু পরে আমরা সকলেই একটা ভয়ের মধ্যে সেঁধিয়ে যাবো…

২.


অতঃপর দ্যাখো, ঝড়ের গায়েও ধরেছে ফাটল।

একহাতে আগুন, ও অন্যতে পুতুল নিয়ে কতদূর যাওয়া যায় বল?
চোখের পাতা থেকে জল, নোনা জল টেনে আনে মন―

আতুর অস্তিত্ব জুড়ে নিবিড় বর্ষণের দাগ এখন।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সঞ্চালিকা আচার্য

উত্তরবঙ্গে জন্ম, বর্তমানে সিঙ্গাপুরে কর্মরতা। কয়েকটি লিটল ম্যাগাজিনে ও ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশিত।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।